কিশোরগঞ্জের হাওরে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ৩

কিশোরগঞ্জ
বজ্রপাত
এখন জনপদে
0

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষক ও মিঠামইনে ধান মাড়াইকালে এক কৃষাণী নিহত হয়েছেন। আজ (সোমবার, ২৮ এপ্রিল) সকালে অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়ন ও আব্দুল্লাপুর ইউনিয়ন খয়েরপুর হাওরে এবং মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ গ্রামে এসব বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের মৃত যতিন্দ দাসের ছেলে ইন্দ্রজিত দাস (৩০), আব্দুল্লাপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে স্বাধীন মিয়া (১৪) এবং মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ গ্রামের মৃত আশ্রব আলীর স্ত্রী ফুলেছা বেগম।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ইন্দ্রজিত দাস সকালে হালালপুর গ্রামের পাশে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায়। অপরদিকে স্বাধীন মিয়াও খয়েরপুরের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারান।

অন্যদিকে সকালে ফুলেছা বেগম মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ গ্রামের বাড়ির পাশে খলায় ধানের কাজ করছিলেন। তখন বজ্রপাতে হলে তিনিও সেখানে মারা যান।

নিকলি আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আমিরুল ইসলাম শিপন জানান, আজ ভোর থেকে ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত শনিবার থেকেই জেলায় বৈরি আবহাওয়া চলছে। সেই সাথে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে। এই মৌসুমের বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের সম্ভাবনা খুব বেশি থাকে। যেহেতু এখন বোরো ধান কাটার মৌসুম চলছে, সেক্ষেত্রে আমরা কৃষকদের প্রথম থেকেই সতর্ক করছি যে বৈরি আবহাওয়ায় যেনো দ্রুত নিরাপদ স্থানে সরে যায়।

এএইচ