চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট, ঘটনাস্থলেই মৃত্যু

পল্লী বিদ্যুতের সাবস্টেশনে চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে মৃত্যু
এখন জনপদে
0

কুষ্টিয়ার দৌলতপুরে পল্লী বিদ্যুতের সাবস্টেশনে চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে অজ্ঞাত একজনের মৃত্যু হয়েছে। নিহতের আনুমানিক বয়স ৩৫।

আজ (বৃহস্পতিবার, ০১ মে) সকাল ৮টায় উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় দৌলতপুর পল্লী বিদ্যুতের জেনাল অফিসের সাবস্টেশন থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

দৌলতপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার তৌফিকুর ইসলাম বাচ্চু বলেন, ‘বুধবার রাতে অথবা বৃহস্পতিবার ভোরে সাবস্টেশনের ভেতরে বড় ট্রান্সফরমারের আর্থিংয়ের তার চুরি করতে গিয়ে ওই ব্যক্তি বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন। কিছু তার চুরি হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। এ ঘটনায় পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিদ্যুৎপৃষ্টে নিহত হওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো নাম পরিচয় জানা যায়নি। চুরি করতে গিয়ে মৃত্যু হয়েছে কি না, তদন্ত সাপেক্ষে বলা যাবে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

এনএইচ