ফেনীর ছাগলনাইয়ায় আগুনে পুড়ে ছাই আট ঘর

আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া ঘর
এখন জনপদে
0

ফেনীর ছাগলনাইয়ায় আগুনে পুড়ে গেছে আট বসতঘর। গতকাল শনিবার (৩ মে) রাত ৯টার দিকে উপজেলার ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর সিংহনগর গ্রামের চৌধুরী বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুনে অন্তত দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

স্থানীয়রা জানান, শনিবার রাতে একটি টিনশেড ঘরে আগুন লাগে। মুহূর্তেই পাশে থাকা চৌচালা টিনশেডের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। তাদের দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আটটি ঘর ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগীদের ধারণা, কোনো এক রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) a দাশ বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে।’

এএইচ