জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও ভোটার তালিকা হালনাগাদ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের মতবিনিময় করছেন প্রধান নির্বাচন কমিশনার।
এরই অংশ হিসেবে আজ (সোমবার, ৫ মে) সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন সিইসি।
সভার শুরুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে যে ধারণা দিয়েছেন, সেভাবেই প্রস্তুতি নিচ্ছে কমিশন। একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এবার দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই।’
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ইসি সম্পূর্ণরূপে এখন নিরপেক্ষ প্রতিষ্ঠান। নিরপেক্ষ আছে, থাকবে। সেই নিশ্চয়তা জাতিকে দিতে চাই। এখানে কোনো ধরনের প্রভাব, চাপের কাছে মাথা নোয়াবো না।’
অংশগ্রহণমূলক নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না নির্বাচন কমিশন। যেকোনো সিদ্ধান্ত কমিশনের সকল সদস্য মিলে নেয়া হয়।’
এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আমরা সম্পূর্ণভাবে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’
নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতের জন্য ভোটকেন্দ্রের সীমানা প্রাচীর নির্মাণ এবং সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দেয়া হয়েছে বলেও জানান সিইসি।
ঢাকা দক্ষিণ সিটি মেয়র পদে ইশরাক হোসেনের শপথ নিয়ে সিইসি বলেন, ‘এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই।’