গত ৪ মে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে কর্মরত ১৭৪ জন উপসহকারী কৃষি কর্মকর্তা/ সমমান কর্মকর্তাকে বিভাগীয় কাজের স্বার্থে সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তায় পদন্নোতি দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এরপরই বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা।
ফলে এ প্রজ্ঞাপন বাতিলসহ ডিএই, বিএডিসিসহ অন্যান্য সব গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড (উপসহকারী কৃষি কর্মকর্তা/ উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা; ডিএই ও অন্যান্য কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ৯ম ও অন্যান্য গ্রেডে নিয়মিত রিভিজিট ও পদবৃদ্ধি করা; নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত ৯ম গ্রেডে (বিএডিসির কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ না রাখা; ১০ম গ্রেডের পোস্টসমূহ গেজেটের আওতার বাইরে স্বতন্ত্র পদসোপান/ প্রচলিত কাঠামো রাখা; কৃষি বিষয়ক ডিপ্লোমাধারীদের জন্য নতুন কোনো বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না করাসহ ৬ দফা দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। ৬ দফা দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি দেয় বাকৃবির শিক্ষার্থীরা।
এসময় রেলপথ অবরোধ করায় ঢাকা ময়মনসিংহ রেল চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে সন্ধ্যায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়ে রেলপথ থেকে সরে দাড়ায় শিক্ষার্থীরা।