মানববন্ধনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, নারায়ণগঞ্জ জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, অনলাইন পোর্টাল প্রেস নারায়ণগঞ্জের সম্পাদক মো. ফখরুল ইসলাম, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমসহ প্রমুখ।
উল্লেখ্য গত রোববার (৪ মে) ফতুল্লার মাসদাইর এলাকায় সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসী হামলার শিকার হন দৈনিক উজ্জীবিত বাংলাদেশের বার্তা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয় ও ফটো সাংবাদিক হাবিব খন্দকার।
হামলার নেতৃত্বদানকারী সালাউদ্দিনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।