সাভারে যাত্রী তোলার জন্য দাঁড়িয়ে থাকা একটি বাসকে দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুই যাত্রী। আজ (শুক্রবার, ৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভোলা জেলার চরফ্যাশন থানার উসমান নগর গ্রামের মো. হোসেন (৫৫) ও শরিয়তপুর জেলার জাজিরা থানার ধলু শেখের ছেলে সায়াত শেখ (৩৫)। তারা দুজনই কর্মসূত্রে রাজধানীতে যাচ্ছিলেন বলে জানা গেছে।