ময়মনসিংহে আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

ময়মনসিংহ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্রজনতার বিক্ষোভ
এখন জনপদে
0

ময়মনসিংহে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছে সাধারণ ছাত্র-জনতা। আজ (শুক্রবার, ৯ মে) জুমার নামাজের পর নগরীর চড়পাড়া মোড়ে সাধারণ ছাত্র-জনতা জড়ো হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগান দিতে থাকে।

জুলাই গণহত্যার বিচারসহ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে জুলুম, নির্যাতন, গুম, খুন হত্যাসহ ৫ আগস্টের পর দেশ নিয়ে বিভিন্ন চক্রান্ত করায় শেখ হাসিনার বিচার এবং দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলেন।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকার আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে যতদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে ততদিন রাজপথে থেকে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি আদায়ে সোচ্চার থাকারও হুশিয়ারিও দেন ছাত্রজনতা।

এএইচ