আজ (শুক্রবার, ৯ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরা হয়।
ব্যবসায়ী খালেদ হোসেন মাহবুব শ্যামল কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক পদেও দায়িত্ব পালন করছেন। আর সিরাজুল ইমলাম জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সচিব ছিলেন।
নতুন কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি করা হয়েছে জহিরুল হককে। তিনি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। এ ছাড়া জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আলী আজম এবং সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন আসাদুজ্জামান শাহীন।
এর আগে, গত ১ ফেব্রুয়ারি জেলার আশুগঞ্জ উপজেলার একটি কলেজ মাঠে জেলা বিএনপির সম্মেলন হয়। তবে সম্মেলন নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা থাকায় তখন কমিটি ঘোষণা করা হয়নি।