ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ৪২টি তোতাপুরি ছাগল ও দুম্বা জব্দ

ব্রাহ্মণবাড়িয়া
জব্দকৃত তোতাপুরি ছাগল ও দুম্বা
আইন ও আদালত
এখন জনপদে
0

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভারতীয় ৩২টি তোতাপুরি ছাগল ও ১০টি দুম্বাসহ মো. ইয়াকুব আলী (২৯) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল (শুক্রবার (৯ মে) দুপুরে উপজেলার শাহবাজপুর এলাকা থেকে অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করেন। আটক ইয়াকুব যশোরের শার্শা উপজেলার পোটখালী গ্রামের আহাদ আলীর ছেলে। শুক্রবার (৯ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজিবি।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও উপজেলা প্রশাসন এবং পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স শাহবাজপুর এলাকায় একটি পিকআপ ভ্যান ও একটি ট্রাক জব্দ করে।

এ সময় পিকআপ ভ্যান ও ট্রাক থেকে অবৈধভাবে আনা ভারতের রাজস্থানের ৩২টি তোতাপুরি ছাগল এবং ১০টি দুম্বা উদ্ধারপূর্বক একজনকে আটক করা হয়। এ ঘটনায় সরাইল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান বিজিবি অধিনায়ক।


এএইচ