কুয়াকাটায় গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু

পটুয়াখালী
কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের আনাগোনা
এখন জনপদে
0

কুয়াকাটায় সমুদ্রে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে রাজেশ কুমার পাল (৪০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ১০ মে) সকাল সাড়ে ১০টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

পরিবারের সূত্রে জানা যায়, ভাই ভাগ্নিপতিসহ চারজনের সাথে স্নান করতে নামেন রাজেশ কুমার পাল। সে রাজশাহীর পুটিয়া এলাকার নামাজপুরের শারা পালের সন্তান।

পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার ও বন্ধুসহ তিন সদস্যর সাথে শুক্রবার কুয়াকাটায় বেড়াতে এসে হোটেল সাগর নীড়ে রাজেশ অবস্থান করছিলেন বলে জানিয়েছেন তার দুলাভাই কমল কুমার পাল।

নিহতের মরদেহ হস্তান্তর কিংবা ময়নাতদন্তের বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত ও আইনসিদ্ধভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান মহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম।



এএইচ