ধামরাইয়ে গণ-অর্থায়নে ছাত্রদল নেতাকে সংবর্ধনা

সংবর্ধনা অনুষ্ঠানে আরিফুল ইসলাম আরিফসহ অন্যান্য নেতাকর্মীরা
এখন জনপদে
0

ঢাকার ধামরাইয়ে গ্রামবাসীর উদ্যোগে ও গণ-অর্থায়নে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (৯ মে) বিকেলে উপজেলার বালিয়া ইউনিয়নের খাগুটিয়া এলাকায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বালিয়া ইউনিয়ন বিএনপি। এতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, ‘ছোটবেলা থেকেই মেধাবী, সৎ ও ভদ্র স্বভাবের জন্য এলাকায় পরিচিত ছিলেন আরিফ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে পড়াশোনার পাশাপাশি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে বহু আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন তিনি। এই সময়ের মধ্যে তিনি নিপীড়ন ও কারাবরণও সহ্য করেছেন।’

বক্তারা আরো বলেন, ‘আরিফ ধামরাই তথা বালিয়া ইউনিয়নের শিক্ষা ও সামাজিক উন্নয়নে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার এই মূল্যায়ন শুধু দলের জন্য নয়, এলাকাবাসীর জন্যও গর্বের বিষয়। এজন্যই এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে এই বিরল সংবর্ধনার আয়োজন করা হয়।’

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের ঢাকা জেলা উত্তর কমিটির সভাপতি তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদল নেতা অলিউজ্জামান সোহেল, সজিব মজুমদার, এনামুল হক এনাম, মহিউদ্দিন রুবেল, তীতুমীর কলেজ ছাত্রদলের নেতা সানিউর রহমানসহ বহু নেতা-কর্মী।

আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা প্রচারে নিজেকে নিবেদিত রেখেছি। দল আমাকে মূল্যায়ন করেছে, এলাকাবাসী যে ভালোবাসা দেখিয়েছে, তাতে আমি কৃতজ্ঞ। এই অনুপ্রেরণা নিয়ে আগামীতে আরও দায়িত্ব নিয়ে কাজ করতে চাই।’

প্রধান অতিথির বক্তব্যে ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন বলেন, ‘আরিফুল ইসলাম আরিফ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রতিভাবান নেতা। তাকে সংবর্ধনা দিতে পেরে এলাকাবাসী আনন্দিত হয়েছে।’

এসএইচ