কুড়িগ্রামে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল জোরদার

বিজিবির জনবল বৃদ্ধি-টহল জোরদার
এখন জনপদে
0

কুড়িগ্রামের সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও জনবল বৃদ্ধির পাশাপাশি টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি জনসচেতনতামূলক সভা করা হচ্ছে। কুড়িগ্রামের বিজিবির ২২ ব্যাটালিয়ন সদর দপ্তরের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কুড়িগ্রাম বিজিবির ২২ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ২৯৩ কিলোমিটার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ রোধকল্পে জনবল বৃদ্ধির পাশাপাশি টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এছাড়া জনসচেতনতামূলক সভার মাধ্যমে স্থানীয় জনসাধারণকে এ বিষয়ে সচেতন করা হয়েছে।

সীমান্তে সন্দেহজনক ও অস্বাভাবিক কোন কার্যক্রম পরিলক্ষিত হলে তাৎক্ষণিক ভিত্তিতে বিজিবিকে সংবাদ প্রদান করে তথ্য দেয়ার জন্য স্থানীয় জনসাধারণকে অনুরোধ করা হয়েছে।

সীমান্তের গ্রামগুলোতে স্থানীয় ভলেন্টিয়ারদের সাথে সমন্বয়ের মাধ্যমে স্পর্শকাতর স্থানগুলোতে পাহারার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে গত ৭ মে ভোররাতে ২২ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা ভূরুঙ্গামারী উপজেলার চর ভাওয়ালগুড়ি বাজার সংলগ্ন মসজিদের কাছ থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১৪ জনকে আটক করা হয়।

এদের মধ্যে ৮ জন নারী এবং শিশু রয়েছে। এরা সবাই রোহিঙ্গা। ভারতের বিএসএফ এদের বাংলাদেশে পুশ-ইন করেছে বলে ধারণা করা হচ্ছে।

আটককৃতদের নাম, পরিচয়ের সঠিক তথ্য ও প্রকৃত ঘটনা উদঘাটনে কার্যক্রম অব্যাহত আছে বলে সংশ্লিষ্ট সূত্র জান।

সেজু