ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া
বজ্রপাত
এখন জনপদে
0

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বজ্রপাতে ধানকাটার এক শ্রমিকসহ দুইজনের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ১১ মে) দুপুরে উপজেলার টেকানগর ও গোকর্ণ বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম আব্দুর রাজ্জাক (৩৫)। তিনি জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত জোয়াদ আলীর ছেলে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলম জানান, দুপুর ৩টার দিকে নাসিরনগরের টেকানগর এলাকায় জমিতে ধান কাটছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হলে শ্রমিকরা পার্শ্ববর্তী একটি স্কুলে আশ্রয় নিতে যান।

তবে আব্দুর রাজ্জাক স্কুলে পৌঁছাবার আগেই বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া একই সময়ে গোকর্ণ বেড়িবাঁধ এলাকায় বজ্রপাতে অজ্ঞাত আরেক ব্যক্তির মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এএইচ