চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ
বজ্রপাত
এখন জনপদে
0

চাঁপাইনবাবগঞ্জে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে মো.কাইমুল (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ১১ মে) বিকেল সাড়ে তিনটার দিকে ঝিলিম ইউনিয়ন বুলনপুর গ্রামের একটি মাঠে ধান কাটার সময় বজ্রপাতে তিনি মারা যান।

স্থানীয়রা জানান, দুপুর থেকে জমিতে ধান কাটছিলেন মো. কাইমুল। পরে হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত হলে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার সঙ্গে থাকা অন্য শ্রমিকরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ধান কাটতে গিয়ে কাইমুল নামে কৃষক বজ্রপাতে নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছমিনা খাতুন বলেন, ‘নিহতের পরিবারের স্বজনদের সঙ্গে কথা বলে আর্থিক অনুদানের ব্যবস্থা করা হবে।’

এএইচ