ফেনীতে দেড় হাজার শিক্ষার্থী স্কুলে যাওয়ার জন্য পেলো ছাতা

ছাতা বিতরণ অনুষ্ঠান
এখন জনপদে
0

প্রতিকূল পরিবেশে শিক্ষার্থীদের নির্বিঘ্নে স্কুল-কলেজে যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে দেড় হাজার শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। আজ (সোমবার, ১২ মে) বিকেলে স্থানীয় ভবানীচরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

একই অনুষ্ঠানে মসজিদের ইমাম মুয়াজ্জিন ও বীরমুক্তি যোদ্ধাদের মাঝেও ছাতা বিতরণ করা হয়েছে।

নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) রুমেন শর্মা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা।

নবাবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিসি লাহা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম বাদসা, ফেনী পল্লি বিদ্যুৎ সমিতির সভাপতি মাওলানা নুর নবী, ভোরবাজার অ্যাডভোকেট বেলায়েত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, তাহেরা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরন চন্দ্র পাল।

নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল আলম বলেন, ‘আমাদের চারপাশে বেশিরভাগ শিক্ষার্থী দরিদ্র ও হতদরিদ্র পরিবার থেকে স্কুলে আসে। বর্ষা মৌসুমে ছাতা না থাকায় গ্রামগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীর উপস্থিতি কমে যায়। তাই আমরা ইউনিয়নের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের দেড় হাজার শিক্ষার্থীদের মাঝে একটি করে ছাড়া বিতরণ করছি।’

এসএস