প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকজন যুবকের সাথে তার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করেছে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।ম নিহতের বড় বোন এ হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসির আহমেদ জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। শাহাদাত চিহ্নিত মাদক ব্যবসায়ী।
ধারণা করা হচ্ছে মাদক ব্যবসার দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড হতে পারে। হত্যার রহস্য উদঘাটন ও আসামিদের শনাক্ত এবং গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করেছে।