আজ (বৃহস্পতিবার, ১৫ মে) বিকেলে কলমাকান্দা উপজেলা পরিষদের সামনে মোবাইল কোর্ট পরিচালনা করে এই সাজা দেয় হয়। সাজাপ্রাপ্তরা হলেন খাইরুল ইসলাম (২২), মিজানুর রহমান (২৫), রুবেল মিয়া (৩৫), আমিনুল ইসলাম (২৫), আজিজুল হক (২০), সাকিল মিয়া (২২) ও নিজাম উদ্দিন (২৬)।
সাজাপ্রাপ্ত ছয়জন জরিমানা পরিশোধ করলেও নিজাম উদ্দিন অর্থদণ্ডের জরিমানা পরিশোধ না করায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
মোবাইল কোর্ট পরিচালনা করে এ রায় দেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত। সেইসাথে এক হাজার ৪০০ ঘনফুট বালু জব্দ করা হয়। যা পরবর্তীতে নিলাম ডেকে বিক্রি করা হবে বলে জানা যায়।
জানা গেছে, সীমান্ত নদী মহাদেও থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছিল একটি চক্র। এরই ধারাবাহিকতায় আজ সকালে গোপন সংবাদের খবরে কলমাকান্দা থানার পুলিশ কলেজ গেইট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।