টাঙ্গাইলে আন্তর্জাতিক ফারাক্কা দিবসে আলোচনা সভা

টাঙ্গাইল
টাঙ্গাইলে গ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা
এখন জনপদে
0

টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আহ্বানে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৫০তম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার, ১৬ মে) দুপুরে টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আন্তর্জাতিক ফারাক্কা কমিটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুবের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিমউদ্দিন, সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, সদস্য অ্যাডভোকেট আল রুহী, মাওলানা ভাসানী ছাত্র ফাউন্ডেশনের নেতা নুরুল ইসলাম, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব ও হারুন অর রশিদ প্রমুখ।

এ সময় বক্তারা জানান, আন্তর্জাতিক আইনকানুন ও কনভেনশনের তোয়াক্কা না করে ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত ৫৪টি অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণে নদীর ধারাকে বাধাগ্রস্ত করে একতরফাভাবে নিজেদের অনুকূলে পানি প্রত্যাহার করেছেন যা বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে।

আলোচনা সভায় অবিলম্বে বাংলাদেশে ভারত কর্তৃক অবৈধ বাঁধ প্রত্যাহার এবং ফারাক্কা সমস্যা সমাধান চান বক্তারা।

এসএস