শ্রমিকরা জানান, সকালের নাস্তা শেষে কারখানার ভেতর পানি পান করেন শ্রমিকরা। এরপর হঠাৎ শ্রমিকরা কর্মরত অবস্থায় পেট ব্যথায় অসুস্থ অনুভব করেন। পরে তাদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পরলে কারখানা শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠে। বাধ্য হয়ে কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেডের প্রোডাকশন ম্যানেজার মো. সবুজ হোসেন বলেন, 'এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কারখানার পানি পরীক্ষার জন্য বিশেষজ্ঞ দল আনা হয়েছে। অসুস্থ শ্রমিকদের চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।'
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শেখ ফরহাদ বলেন, 'অসুস্থ শ্রমিকরা আশঙ্কামুক্ত। তাদেরকে আরও কিছু সময় পর্যবেক্ষণ শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হবে।'