আজ (১৮ মে) সকালে নারায়ণগঞ্জের সাংবাদিকদের ব্যানারে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় জিসানের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
অনলাইন পোর্টাল প্রেস নারায়ণগঞ্জের সম্পাদক ফখরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সহসভাপতি বিল্লাল হোসেন রবিন, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম, সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হোসেন চিশতি শিপলু, নারায়নগঞ্জ সাংবাদিক ইউনিয়নের কার্যকরী কমিটির সদস্য সাবিত আল হাসান, সিয়াম হোসেন সৌরভসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, ‘জুলাই অভ্যুত্থানের আগে যেভাবে সাংবাদিকদের বিরুদ্ধে গায়েবি মিথ্যা মামলা দেয়া হতো, এখনো সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।’
আগামীতে কোনো সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের হলে প্রশাসনের সংবাদ বর্জনসহ থানা ও এসপি অফিস ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে মানবন্ধনে ঘোষণা দেয়া হয়। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সাংবাদিকদের প্রতিবাদ জানানোর আহবান জানান বক্তারা।
উল্লেখ্য, গত ৯ মে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়।