সিরাজগঞ্জে কৃষককে হত্যা করে গরু লুট

সিরাজগঞ্জ
চৌহালীতে কৃষককে হত্যা করে গরু লুট
এখন জনপদে
0

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় কৃষককে শ্বাসরোধ করে হত্যা ও গরু লুটের ঘটনা ঘটেছে। এ সময় তিনটি গরু লুট করে পালায় ডাকাত দলটি। উপজেলার ঘোড়যান ইউনিয়নের মুরাদপুর কাউলিয়া যমুনা নদীর চরে মঙ্গলবার (২০ মে) রাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম তারা মিয়া (৪৫)। তিনি খাসকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারা মিয়া যমুনা নদীর চরে একটি অস্থায়ী ঘরে থেকে জমি চাষাবাদ ও গরু পালন করতেন।

মঙ্গলবার রাতে রামদা, লোহার রড ও দেশিয় অস্ত্র নিয়ে একদল ডাকাত তার ঘরে প্রবেশ করে। ডাকাতরা তারা মিয়াকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে এবং তিনটি গরু লুট করে নৌকাযোগে পালিয়ে যায়।

আজ (বুধবার, ২১ মে) সকালে চৌহালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চৌহালী থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন বলেন, ‘কৃষক তারা মিয়াকে হত্যার পর ডাকাতদল ৫টি গরু নিয়ে পালানোর চেষ্টা করলেও পরে আশপাশে দুটি পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

ইএ