ধ্রুবজিতের আত্মহত্যা: দাবি আদায় না হলে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা শিক্ষার্থীদের

শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচী
এখন জনপদে
0

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকারের আত্মহত্যার ঘটনায় তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। বিক্ষোভ কর্মসূচিতে একাডেমিক কম্বাইন্ড সিস্টেম বাতিল করে ২০১৬-১৭ শিক্ষাবর্ষ পর্যন্ত প্রচলিত একাডেমিক সিস্টেমে ফেরত যাওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।

আজ (বুধবার, ২১ মে) বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল বের হয়।

পরবর্তীতে মিছিলটি রহমতপুর বাইপাস মোড় এলাকায় জড়ো হয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন তারা। পরবর্তীতে মৃত্যুর ঘটনার বর্ণনা দিতে প্রতিবাদমূলক একটি পথ নাটক ও মঞ্চায়িত করে তারা।

কীভাবে একজন মেধাবী শিক্ষার্থী ধীরে ধীরে হতাশায় নিমজ্জিত হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়—এটি দেখানো হয় পথনাটকটিতে।

এদিকে ধ্রুবজিৎ কর্মকারের আত্মহত্যার কারণে চলমান পরিস্থিতির সঙ্গে একতা পোষণ করে চলতি সপ্তাহের সকল পরীক্ষা স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের শিক্ষার্থীরা। দাবি না মানা হলে তারা পরীক্ষায় অংশ নেবে না বলেও সাফ জানিয়েছেন।

ইএ