আজ (বৃহস্পতিবার, ২২মে) সকাল থেকে দেশের সবচেয়ে বড় শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউসে শুরু হয় শুল্ক আদায়। সকাল থেকে দেশের বৃহত্তম শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউসে পুরোদমে শুল্ক আদায় শুরু হয়েছে। রপ্তানি এবং আন্তর্জাতিক যাত্রীসেবা আন্দোলনের আওতামুক্ত থাকায় কাস্টমসের বিভিন্ন শাখায় কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন। গত কয়েকদিনের জমে থাকা কাজগুলো দ্রুত শেষ করতে তারা ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন শুল্ক শাখায় সিএন্ডএফ এজেন্টদেরও ভিড় দেখা গেছে।
চট্টগ্রাম শুল্ক স্টেশনে প্রতিদিন প্রায় ২০০ কোটি টাকা শুল্ক আদায় হয়। কাস্টমস হাউসে কাজ বন্ধ থাকলে চট্টগ্রাম বন্দরে পণ্যের স্তূপ বাড়ে; যা আমদানিকারক, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সকলকে ক্ষতিগ্রস্ত করে।
উল্লেখ্য, এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ ৩ দফা দাবি আদায়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।