স্থানীয়রা জানান, অভয়নগর উপজেলার মশিহাটি গ্রামে কৃষক দল নেতা তরিকুল ইসলামের একটি ঘের রয়েছে। ওই ঘেরটি লিজ দেয়ার জন্য ওই গ্রামের পিন্টু বিশ্বাসের বাড়িতে যান তরিকুল ইসলাম। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায় কতিপয় দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এরপর কয়েক রাউন্ড গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম জানান, খবর পেয়ে দ্রুত তারা ঘটনাস্থলে যান। এঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।