হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে পতেঙ্গা সৈকতে গুলিবিদ্ধ হন আকবর। পরে তাকে রাত ১০টার দিকে হাসপাতালে আনা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।
তার শরীরে ১২ থেকে ১৫টি গুলি বিদ্ধ হয় বলে জানা যায়। চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি।
পুলিশ ও স্থানীয়রা ধারণা করেন, অক্সিজেন বাইজিদ এলাকার ত্রাস ঢাকাইয়া আকবরের আরেক প্রতিদ্বন্দ্বী শীর্ষ সন্ত্রাসী ছোটো সাজ্জাদের অনুসারীরা ঢাকাইয়া আকবরের উপর ওই হামলা করে থাকতে পারে।
বর্তমানে ছোটো সাজ্জাদ পুলিশের হাতে গ্রেপ্তার আছেন। আধিপত্য নিয়ে এ দুই গ্রুপের মাঝে বেশ কয়েকবার গোলাগুলির ঘটনা ঘটে।
আকবরের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১০টি মামলা রয়েছে।