পতেঙ্গায় প্রতিপক্ষের হাতে গুলিবিদ্ধ ‘ঢাকাইয়া’ আকবর মারা গেছেন

আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর
এখন জনপদে
0

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত নগরীর বাইজিদ এলাকার 'শীর্ষ সন্ত্রাসী' আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর মারা গেছেন। আজ (রোববার, ২৫ মে) সকাল ৮টা ১০ মিনিটের দিকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান। গত (শুক্রবার, ২৩ মে) পতেঙ্গা সৈকতে গুলিবিদ্ধ হন তিনি।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে পতেঙ্গা সৈকতে গুলিবিদ্ধ হন আকবর। পরে তাকে রাত ১০টার দিকে হাসপাতালে আনা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

তার শরীরে ১২ থেকে ১৫টি গুলি বিদ্ধ হয় বলে জানা যায়। চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি।

পুলিশ ও স্থানীয়রা ধারণা করেন, অক্সিজেন বাইজিদ এলাকার ত্রাস ঢাকাইয়া আকবরের আরেক প্রতিদ্বন্দ্বী শীর্ষ সন্ত্রাসী ছোটো সাজ্জাদের অনুসারীরা ঢাকাইয়া আকবরের উপর ওই হামলা করে থাকতে পারে।

বর্তমানে ছোটো সাজ্জাদ পুলিশের হাতে গ্রেপ্তার আছেন। আধিপত্য নিয়ে এ দুই গ্রুপের মাঝে বেশ কয়েকবার গোলাগুলির ঘটনা ঘটে।

আকবরের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১০টি মামলা রয়েছে।

এসএস