এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলে যুগ্ম সচিব (প্রশাসন অধিশাখা) খন্দকার মোহাম্মদ আলী।
জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক (উপসচিব) শিহাব রায়হান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো. ইয়াসির আরাফাত, সিভিল সার্জন ডা. ফরাজি মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারে মরণব্যাধি ক্যান্সারসহ মানুষের মারাত্মক ক্ষতির দিকগুলো নিয়ে আলোচনা করা হয়। একমাত্র গণসচেতনতার মাধ্যমেই নিয়ন্ত্রণ করা যেতে পারে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার।