পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন, বিএনপি নেতাসহ আটক ২৪

মানিকগঞ্জ
বালু উত্তোলনের সময় আটককৃতরা
অপরাধ
এখন জনপদে
0

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বিএনপির দুই নেতাসহ ২৪ জনকে আটক করেছে কোস্টগার্ড। অভিযানের সময় পাঁচটি ড্রেজার, তিনটি বাল্কহেড ও নগদ ৮৫ হাজার টাকা জব্দ করা হয়। আজ (মঙ্গলবার, ২৭ মে) ভোরে হরিরামপুরের ধুলশুড়া ঘাট ও ইব্রাহিমপুর ইলিশা পয়েন্ট এলাকায় ঢাকা অঞ্চলের কোস্টগার্ড এ অভিযান পরিচালনা করে।

আটককৃতদের মধ্যে তাৎক্ষণিকভাবে দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন—উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আজম এবং সুতালড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম খান মিন্টু।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশিদ জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে কোস্টগার্ড সদস্যরা পদ্মা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২৪ জনকে আটক করা হয়। এসময় ৫টি ড্রেজার, ৩টি বাল্কহেড ও নগদ ৮৫ হাজার টাকা জব্দ করা হয়।

তিনি আরো জানান, আটককৃতদের টাকা ও অন্যান্য আলামতসহ হরিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ড্রেজার ও বাল্কহেডগুলো নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মুমিন খান জানান, আটককৃতদের বিরুদ্ধে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এএইচ