এছাড়া পানি ঢুকে পড়ে উপকূলের সড়ক, হাট বাজার ও ঘরবাড়িতে। এছাড়া সকালে পাহাড়ি ঢলে প্লাবিত হয় উপজেলা সদরের মহাজনপাড়া, জলদি এলাকা।
স্থানীয়দের অভিযোগ, এলাকার খাল প্রভাবশালীরা দখল করে স্থাপনা করায় পানি নামার জায়গা নেই। তারা জানান, গত কয়েক বছর বৃষ্টি হলে এখানকার দেড় হাজার পরিবার পানিতে ডুবে ভোগান্তিতে পড়ে।
এছাড়া আনোয়ারা উপজেলার জুঁইদন্ডি ইউনিয়নেও বেড়িবাঁধ ভেঙ্গে শঙ্খ নদীর পানি লোকালয়ে ঢুকেছে বলেও জানা গেছে।