ট্রলার ডুবে যাওয়ার পর স্থানীয় জেলে, কোস্টগার্ড ও নৌপুলিশের সহায়তায় ৩২ জনকে উদ্ধার করা হয়েছে।
জানা যায়, হাতিয়ার ভাসানচর থেকে হরণি ইউনিয়নের করিমবাজার ঘাটের উদ্দেশে দুপুর ২টায় ট্রলারটি ৩৯ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে।
করিমবাজার থেকে এক কিলোমিটার দূরে পৌঁছালে বৈরী আবহাওয়া ও মেঘনা নদীর উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। ট্রলারে থাকা রোহিঙ্গা নাগরিক, তিন পুলিশ সদস্য, এনজিও প্রতিনিধিসহ ৩৯ জনের মধ্যে এখন পর্যন্ত ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন।
নোয়াখালী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক ট্রলারডুবি ও নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক কোস্টগার্ড নৌপুলিশ ও স্থানীয় জেলেরা এখন পর্যন্ত ৩২ জনকে উদ্ধার করা গেছে। দু'জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাকিদের উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।’