শেরপুরে পানিতে ডুবে দুই যমজ বোনের মৃত্যু

মৃতদের বাড়িতে শোকের ছায়া
এখন জনপদে
0

শেরপুরে বিলের পানিতে ডুবে দুই যমজ বোনের মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ৩১ মে) বিকেল ৪টায় শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়ের চর নামাপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত দুই যমজ বোনের নাম নীলা (১০) ও শিলা (১০) এবং নামাপাড়া গ্রামের রিকশাচালক আব্দুস সালামের (৪৫) মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে প্রতিবেশি পাঁচ বান্ধবীর সাথে বাড়ির পাশের একটি বিলে গোসল করতে যায় নীলা ও শিলা। গোসল করা অবস্থায় যমজ দুই বোন নীলা ও শিলা পানিতে তলিয়ে যায়।

পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবাইদুল আলম জানিয়েছেন আইনি প্রক্রিয়া শেষে দুই বোনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএস