স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে প্রতিবেশি পাঁচ বান্ধবীর সাথে বাড়ির পাশের একটি বিলে গোসল করতে যায় নীলা ও শিলা। গোসল করা অবস্থায় যমজ দুই বোন নীলা ও শিলা পানিতে তলিয়ে যায়।
পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবাইদুল আলম জানিয়েছেন আইনি প্রক্রিয়া শেষে দুই বোনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।