বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের নাম প্রদীপ বৈদ্য। তার বাড়ি কুলাউড়া উপজেলার দত্তগ্রাম এলাকায়। তিনি একই এলাকার শৈলেন্দ্র বৈদ্যের ছেলে।
নিহত যুবকের লাশ বর্তমানে ভারতের কৈলাশহর হাসপাতালে রাখা হয়েছে বলে ইউপি চেয়ারম্যান জানান। তিনি বলেন, ‘বিএসএফ প্রদীপের বাঁ পায়ে গুলি করে। গুলিতে রক্তক্ষরণ হয়ে সে মারা যায়।’
বিজিবি- ৪৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ.এস.এম জাকারিয়া জানান, ঘটনাটি তারা লোকমুখে শুনেছেন। তবে এ ব্যাপারে কোনো জিডি বা মিসিংয়ের অভিযোগ কেউ করেনি এখনো। বিএসএফের পক্ষ থেকেও তাদের কিছু জানানো হয়নি।