ঈদকে কেন্দ্র করে বরিশালে বাড়েনি মশলার দাম

কমেছে এলাচির দাম
এখন জনপদে
0

বরিশালে নিয়ন্ত্রণে আছে মশলার বাজার। নতুন করে দাম বাড়েনি কোনো মসলার। বরং, এলাচির দাম কমেছে। আজ (সোমবার, ২ জুন) বরিশালের মশলার বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে। খুচরা ও পাইকারি বাজারের দোকানিরা জানান, মশলার সরবরাহ স্বাভাবিক আছে, এ কারণে দাম নিয়ন্ত্রণে। ঈদুল আজহা উপলক্ষে কোনো মশলার দাম বাড়েনি। দাম নিয়ন্ত্রণে থাকায় খুশি ক্রেতারা।

বাজার ঘুরে দেখা যায়, বরিশালের বাজারে জিরার কেজি ৬২০ (ইন্ডিয়া) থেকে ৯৫০ (ইরান) টাকা; দারুচিনি ৪৪০ থেকে ৬০০, এলাচি ৪২০০ থেকে ৫৫০০, গোল মরিচ ১১৮০ থেকে ১২০০; কিশমিশ ৫৫০ থেকে ৭০০, চিনাবাদাম ১৫০, কাজুবাদাম ১৭২০ থেকে ১৭৫০, লবঙ্গ ১৪০০ টাকা দামে বিক্রি হচ্ছে।

এ ছাড়া, এলাচির দাম কেজিতে ৫০০ টাকা কমেছে।

ইএ