পদ্মায় নদীতে বালু উত্তোলন, কুষ্টিয়ায় চারজনকে ২ লাখ টাকা জরিমানা

পদ্মায় নদীতে বালু উত্তোলন
অপরাধ
এখন জনপদে
0

কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে চারজনকে ৫০ হাজার টাকা করে সর্বমোট দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১ জুন) রাতে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চরজগন্নাথপুর এলাকায় এ অভিযান চালায় উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আদালত পরিচালনা করেন।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- মেহেরপুর জেলার গোপালপুর এলাকার ইসরাইলের ছেলে মো. রাব্বি (১৯) ও আমঝুপি এলাকার ফজলুর রহমানের ছেলে এনামুল ইসলাম (৩৮), ঝিনাইদহের শৈলকুপার মনোহর এলাকার ছাকিম সিকদারের ছেলে মো. শিপন (২৬) ও পাবনার ভাজপাড়া এলাকার সদর উদ্দিনের ছেলে শাহিন মণ্ডল (৩১)।

কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনকারীদের ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।’

সেজু