যশোরে স্বর্ণের বারসহ আটক ১

আটক লিটন রায়
এখন জনপদে
3

যশোরে ১২ পিস স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। আজ (সোমবার, ২ জুন) সকালে ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৩৫৬ গ্রাম। যার মূল্য প্রায় ২ কোটি ৩ লাখ ৫১ হাজার টাকা বলে দাবি করেছে বিজিবি। আটককৃত ব্যক্তি ঢাকা সদরের শাঁখারী বাজার এলাকার মধুসূদন রায়ের পুত্র লিটন রায়।

আটককৃত ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর-ঝিনাইদহ হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায়, ঢাকার শাঁখারী বাজার এলাকার চোরাকারবারিদের নিকট হতে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর হয়ে ঝিনাইদহ গমন করছিল।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, নিয়মিত টহল ও চেকপোস্ট পরিচালনা করার সময় আজ (সোমবার, ২ জুন) সকালে শহরের ঝুমঝুমপুর এলাকায় তল্লাশি চালায় বিজিবির নিয়মিত টহল দল। এসময় অভিযুক্ত লিটন রায়কে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির জুতার সোলের ভিতরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইএ