নিহতরা হলেন- শেরপুর সদরের আমজাদ হোসেন (৪০), তার ছেলে রাতুল ও অতুল।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়ায় ঘটনাস্থলেই বাবা ও তার দুই ছেলে মারা যায়। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। ট্রাক ও মাইক্রোবাস আটক করা হয়েছে।