ঈদ উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে র‌্যাবের তল্লাশি চৌকি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে র‌্যাবের তল্লাশি
এখন জনপদে
0

ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে তল্লাশি চৌকি বসিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ (মঙ্গলবার, ৩ জুন) থেকে এ তল্লাশি চৌকি বসানো হয়েছে।

আজ বেলা ১২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা ও ত্রিশালের মাঝামাঝি বগার বাজার নামক এলাকায় ময়মনসিংহ র‌্যাব-১৪ অধিনায়কের উপস্থিতিতে সদস্যরা ঢাকা থেকে ছেড়ে আসা বিভিন্ন বাস, ট্রাক, সিএনজিসহ হেলমেটবিহীন মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায়।

গাড়ির কাগজপত্র না থাকাসহ ওভারলোডিং, দ্রুতগতিতে গাড়ি চালানোসহ মহাসড়কের আইন না মেনে চলায় অন্তত ২০টি যানবাহন জব্দ করে র‌্যাব। এসময় হাইওয়ে পুলিশের সদস্যরা তল্লাশিতে যোগ দেন ।

ময়মনসিংহ র‌্যাব ১৪ অধিনায়ক নয়মুল হাসান এখন টিভিকে বলেন, ‘আজকে থেকে ঈদ পরবর্তী সময় পর্যন্ত মহাসড়ক থেকে ঈদে ঘরমুখো মানুষের যাত্রী সেবায় কাজ করছে র‌্যাব সদস্যরা।’

তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে প্রায়ই চুরি-ডাকাতি, ছিনতাইয়ের মত ঘটনা ঘটছে মহাসড়কে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ যাত্রীরা। যেহেতু কয়েকদিন পড়েই কোরবানির ঈদ, ঘরমুখো ঈদে বাড়ি ফেরা সকল যাত্রী যেনো কোনো ঝামেলা ছাড়া নিরাপদে বাড়ি পৌছাতে পাড়ে এবং পরে কর্মস্থলে ফিরতে পারে এজন্য শুধু ঈদ না ঈদ পরবর্তী সময় পর্যন্ত মহাসড়কে থেকে কাজ করে যাবে র‌্যাব সদস্যরা।’

এছাড়া যানজটের ঝামেলা এড়াতে একটু আগেভাগে যারা বাড়ি ফিরছেন বিভিন্ন গাড়িতে, তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়েরও অভিযোগ করেন যাত্রীরা। ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত ভাড়া বাড়তি রাখা হচ্ছে যাত্রীদের কাছ থেকে ।

এএইচ