এ ব্যাপারে র্যাব-১৪ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার মেজর কাউসার বাঁধন বলেন, ‘সাম্প্রতিক সময়ে মহাসড়কে ডাকাতি বেড়ে গেছে। এতে করে মহাসড়কে র্যাবের পেট্রোল টিম জোরদার করা হয়েছে। এ টিম মহাসড়কের বিভিন্ন স্থানে ডাকাতি প্রতিরোধে কাজ করবে। এছাড়া পুরো ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এ কার্যক্রম সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত অব্যাহত থাকবে। এসময় প্রতিটি গাড়িতে র্যাব ও পুলিশের নাম্বারসহ লিফলেট বিতরণ করা হচ্ছে।’
উল্লেখ্য, গত কয়েকদিনে মহাসড়কের টাঙ্গাইল অংশে ৪টি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর ফলে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রী ও চালকদের মধ্যে। বিশেষ করে যাত্রীবেশে বাসে উঠে চালক, সহকারী ও সুপারভাইজারসহ যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব ছিনতাই করে নিচ্ছে ডাকাতদল।
ডাকাতির পাশাপাশি নারী যাত্রীদের ধর্ষণ ও শ্লীলতাহানির মতো ঘটনা ঘটিয়ে সটকে পড়ছেন ডাকাত দল। ফলে রাত বাড়ার সঙ্গে এ মহাসড়কে নেমে আসছে ‘আতঙ্ক’। এতে এ মহাসড়ক দিয়ে যাতায়াতকারীদের মধ্যে এখন ডাকাত আতঙ্ক বিরাজ করছে।