‘ছাগল ধরতে এসে’ আটক বিএসএফ সদস্যকে ভারত পাঠালো বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ
বিজিবি হেফাজতে আটক বিএসএফ সদস্য
এখন জনপদে
0

চাঁপাইনবাবগঞ্জের জোহরপুর সীমান্তে ‘ছাগল ধরতে এসে’ আটক হওয়া বিএসএফ সদস্য গনেশ মুর্তিকে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে হস্তান্তর করেছে বিজিবি। আজ (বুধবার, ৪ জুন) বেলা সাড়ে ১১টায় বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন-৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, ‘জোহরপুর বিওপির সীমানায় একটি ছাগলকে ধাওয়া করে অস্ত্র ও গোলাবারুদসহ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েন দু’জন বিএসএফ সদস্য। এসময় স্থানীয় জনতা তাদের একজনকে আটক করে রাখে।’ তিনি দাবি করেন, আটক বিএসএফ সদস্য মদ্যপ অবস্থায় ছিলেন।

তিনি আরো বলেন, ‘বিধি মোতাবেক বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে গণেশ মূর্তি নামে বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হয়েছে। পতাকা বৈঠকে অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে বিজিবির পক্ষ থেকে জোড় প্রতিবাদ জানানো হয়েছে।’

আরো পড়ুন:

এর আগে, ভারতের জোহরপুরের ‘সাত রশিয়া’ নামক সীমান্তবর্তী এলাকা থেকে কয়েকটি ছাগল সীমান্তের নিকটবর্তী এলাকায় চলে গেলে বিএসএফ সদস্যরা এটি ধরতে গিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এতে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে শ্রী গনেশ নামের ওই বিএসএফ সদস্যকে আটক করেন এবং পরে বিজিবির হাতে সোপর্দ করেন।

এসএইচ