মানিকগঞ্জে নানা অনিয়মে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

মানিকগঞ্জ
ভ্রাম্যমাণ আদালতের অভিযান
আইন ও আদালত
এখন জনপদে
1

মানিকগঞ্জ পৌরসভার টাউন বাজারে বিভিন্ন অনিয়মের কারণে মোট ছয়টি প্রতিষ্ঠানকে ১২ হাজার ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ (বুধবার, ৪ জুন) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আহসান উল হক এবং অমৃতা শারলীন রাজ্জাক।

মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে মসলা বিক্রি এবং জেলা প্রশাসনের ডিলিং লাইসেন্স না থাকার অভিযোগে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।

অভিযানে কৃষি বিপণন আইন লঙ্ঘনের দায়ে মেসার্স বিসমিল্লাহ জেনারেল স্টোরকে দেড় হাজার, মেসার্স আল মাসুদ জেনারেল স্টোরকে এক হাজার এবং এক মুরগী ব্যবসায়ীকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে জেলা প্রশাসনের অনুমোদিত ডিলিং লাইসেন্স না থাকার অপরাধে সরলা স্টোরকে এক হাজার ১০০ টাকা এবং আরও দুই মুদি দোকানিকে যথাক্রমে তিন হাজার ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আহসান উল হক বলেন, ‘আসন্ন ঈদকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মূল্য তালিকা না টাঙানো, অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও ডিলিং লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ মিলেছে। তাই ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।’

অভিযানে প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোরশেদ আল মাহমুদ। এছাড়া অভিযানে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করেন।

এএইচ