এসময় উপজেলার ২০টি ক্রীড়া ক্লাব, ক্রীড়া সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিনামূল্যে ক্রিকেট, ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, দাবাসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
সামগ্রীর অভাবে যাতে খেলাধুলা বন্ধ না হয় এ কারণে ক্লাবগুলোর মাঝে সরকারের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘তরুণ প্রজন্মের সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। এ সরকার খেলাধুলাকে বেশি গুরুত্ব দিচ্ছে, তরুণ প্রজন্ম যত বেশি এতে অংশ নেবে তত তাদের মন মানসিকতা আরো ভালো হবে। তাই তাদের খেলার মাঠে ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।’
ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মিরপুর পৌর বিএনপির আহবায়ক আব্দুর রশিদ, উপজেলা জামাতের নায়েবে আমির অধ্যাপক শাহ আক্তার মামুনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী অংশ নেয়।