আজ (বৃহস্পতিবার, ৫ জুন) সকাল থেকে জেলার হাটগুলোতে আসতে শরু করেন ক্রেতারা। গত কয়েকদিন তেমন বেচাকেনা না হলেও আজকে হাটে অনেক ক্রেতার উপস্থিতি লক্ষ্য করা গেছে।
পছন্দ হলে দরদাম করছেন ক্রেতারা। বনিবনা হলে কিনে নিচ্ছেন পছন্দের পশু। হাটে মিলছে নানা জাতের গরু ও ছাগল। প্রতিবারের মত এবারও মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি ক্রেতাদের মাঝে।
তবে ক্রেতারা বলছেন, এবছর পশুর দাম কিছুটা বেশি। আর বিক্রেতারা বলছেন, এবার গরু পালনের খরচ, ট্রান্সপোর্টসহ সবকিছুর খরচ উঠাতে গিয়েই দাম একটু বেশি পড়ছে।
হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। কেনাবেচায় কোনো ধরনের প্রতারণা যেন না হয়, সেজন্য নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
ঝালকাঠি জেলায় এ বছর ৪০টি হাটে বিক্রি হচ্ছে কোরবানির পশু। এর মধ্যে ১৯ হাট স্থায়ী ও ২১টি অস্থায়ী হাট।