সেতু সূত্র জানায়, গতকাল বুধবার (৫ জুন) রাত ১২টার পর থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত যমুনা সেতু দিয়ে রেকর্ড সংখ্যক মোটরসাইকেল পারাপার হয়েছে। এতে ১৮ ঘণ্টায় মোট ৪৯ হাজার ৫৫৭টি যানবাহন সেতু পারাপার হয়েছে। সেতুতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২২ লাখ ৮৮ হাজার ৫৫০ টাকা।
এর আগে গেল ২৪ ঘণ্টায় মোটরসাইকেল পারাপার হয়েছে ১০ হাজার ৬৫৬টি। এদিকে গণপরিবহন না পেয়ে পরিবার নিয়ে রাতেও খোলা ট্রাক, পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষজন।
পুলিশ বলছে, মহাসড়কে বাস, ট্রাকের পাশাপাশি ছোট যানবাহনের সংখ্যাও বেশি। রাতেও অনেক মোটরসাইকেল চলাচল করছে। যে যেভাবে পারছে সেভাবেই বাড়ি ফিরছে।