আজ (শুক্রবার, ৬ জুন) সকালে মুঠোফোনে এখন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল দৌলা।
তিনি বলেন, ‘চামড়া দেশের রপ্তানিযোগ্য একটি পণ্য। যেহেতু চামড়ার চাহিদা রয়েছে বিভিন্ন দেশে তাই সীমান্ত দিয়ে চোরাকারবারিরা যেন ভারতে অবৈধভাবে চামড়া পাচার করতে না পারে সেজন্য সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। শুধু কোরবানি পশুর চামড়া পাচার ঠেকাতে নয় সীমান্তে সবধরনের অপরাধ মোকাবিলায় বিজিবি সব সময় সর্তক অবস্থানে থাকবে।’