ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার তীব্র যানজট

টাঙ্গাইল
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজট
এখন জনপদে
0

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটারে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঘরমুখো মানুষ ঈদ উপলক্ষে বাড়ি ফিরতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে এই সড়কে। বুধবার (৪ জুন) মাঝ রাত থেকে শুরু হয়ে আজ (শুক্রবার, ৬ জুন) দুপুর ২ টা পর্যন্ত মহাসড়কে তীব্র যানজট দেখা যায়। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

রংপুরগামী সোহেল বলেন, ‘আগামীকাল সকালে ঈদ কিন্তু রাস্তার যে অবস্থা তাতে মনে হচ্ছে বাড়ি যেতে পারবো না।’

রনি মিয়া নামে একজন বলেন, ‘টাঙ্গাইল শহর থেকে এলেঙ্গা যার দৈর্ঘ্য ১০ কিলোমিটার। আর এই রাস্তা দিয়ে আসলাম ৩ ঘণ্টায়।যেখানে স্বাভাবিক সময় লাগে ২০ মিনিট।এই গরমে যানজটের কারণে ঈদের আনন্দ নষ্ট হয়ে যাচ্ছে।’

নাদিয়া আক্তার নামে এক বাস যাত্রী বলেন, ‘গতকাল রাত ৯ টায় ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্য করে রওনা হয়েছি। এখন দুপুর ১ টা টাঙ্গাইল পার হতে পারলাম না কখন বাড়ি ফিরবো তার ঠিক নেই।’

এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, ‘ধীর গতিতে গাড়ি চলাচল করছে। গাড়ি দ্রুত পারাপারের জন্য চেষ্টা করা হচ্ছে। রাতে সেতুর উপরে কয়েকটা গাড়ি বিকল হয়ে যায়।যার ফলে গাড়ি গুলো অপসারণ করতে সময় লাগে আর এ জন্য যানজট লেগে যায়।’

বৃহস্পতিবার (৫ জুন) আইজিপি বাহারুল ইসলাম বলেন, ‘মহাসড়কের ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত গাড়ি হয়ে গেছে। যার ফলে যানজটের সৃষ্টি হয়েছে। আশা করছি অতিদ্রুত নিরসন করা হবে।’

ইএ