ময়মনসিংহে কারিগরি ত্রুটিতে সিনেমা হল বন্ধ; দর্শকদের ভাংচুর

ময়মনসিংহের ছায়াবানীতে সিনেমা হলে দর্শকদের ভাংচুর
সংস্কৃতি ও বিনোদন
এখন জনপদে
0

এবারের ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘তাণ্ডব’ মুভি দেখতে এসে কারিগরি ত্রুটির কারণে শো বন্ধ হওয়ায় বিক্ষুব্ধ দর্শকরা হল ভাংচুর করেছে। আজ (শনিবার, ৭ জুন) ময়মনসিংহের একমাত্র সিনেমা হল ছায়াবানীতে দুপুর ৩টার শো চলাকালে এমন ঘটনা ঘটে।

‘তাণ্ডব’ মুভি দেখতে আজ সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে আসা দর্শকরা ভিড় জমান ওই সিনেমা হলটিতে। শো চলার সময় এক পর্যায়ে সিনেমার শেষের দিকে কারিগরি ত্রুটির কারণে শো বন্ধ করে দেয় হল কর্তৃপক্ষ। 

পরে আধা ঘণ্টা অপেক্ষার পরও যখন সিনেমা চালু হচ্ছিল না তখন বিক্ষুব্ধ দর্শকরা উত্তেজিত হয়ে সিনেমা হলের ভেতরে এবং বাইরে ভাংচুর করে, ছিড়ে ফেলে পোস্টার। 

এ ছাড়াও ভেঙে ফেলা হয় টিকিট কাউন্টারের দরজা। এই ঘটনার জেরে  প্রায় ১ ঘণ্টা সিনেমা হলের সামনে বিক্ষোভ করে সিনেমার দর্শকরা। 

এসময় পুলিশ এসে উত্তপ্ত দর্শকদের শান্ত করার চেষ্টা করেন। দর্শকরা অভিযোগ করেন, টিকিট কিনে দাঁড়িয়ে থেকেও এখনো তারা সিনেমা হলে ঢুকতে পারছেনা।

পরে দর্শকদের চাপে গেট খুলে দেয় হল সংশ্লিষ্টরা। এসময় ‘তাণ্ডব’ দেখতে আবারও হুমড়ি খেয়ে হলে ঢুকে পড়ে শাকিব ভক্তরা।

এসএইচ