এতে সিএনজি চালক ছিদ্দিকুর রহমান ও তপন চৌধুরী নামের এক যাত্রী মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্থানীয়রা জানান, সিএনজি চালিত অটোরিকশাটি চাঁদপুরের দিকে যাচ্ছিল। এসময় অপরদিক থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসটি রাস্তার মোড়ে এলে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শিশুসহ ৮ জন গুরুতর আহত হয়, পরে দুই জন মারা যায়।
আহতদের মধ্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ৪ জন ও মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, ‘দুর্ঘটনা কবলিত এলাকাটি পরিদর্শন শেষে সিএনজি ও জৈনপুরী বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ চাঁদপুর সরকারি হাসপাতালে রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’