আজ (সোমবার, ৯ জুন) নারায়ণগঞ্জের আড়াইহাজারে কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউট (বারটান) পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘কৃষকদের ফসল মধ্যস্বত্বভোগীদের হাত থেকে রক্ষায় এবার সরকার কৃষকদের কাছ থেকে ফসল ক্রয় করার নির্ধারিত সময় ১৫ দিন এগিয়ে এনেছে। তবে আমাদের সমস্যা হচ্ছে দুর্নীতি। তা রোধ করা গেলে সব সমস্যা সমাধান সম্ভব। আমরা চেষ্টা করছি, কতটা সফল হবো জানি না। আর খুব বেশিদিন থাকার জন্য তো আমরা আসিনি। আমরা চেষ্টা করে যাচ্ছি।’
উপদেষ্টা বলেন, ‘আমরা কৃষি জমি সুরক্ষা আইন করে দিয়ে যেতে চাই। কৃষি জমি যেন বেহাত না হয়। আমাদের দেশে সওজ জায়গা একোয়ার করলে ৩ গুণ দাম দেয়। কিন্তু এলজিইডি সেটা করে না। এলজিইডির সড়ক থেকেও যেন জমির দাম মালিকরা পায় সেই চেষ্টা করছি। আমাদের দেশে কিছু বেসরকারি কোম্পানি জায়গা না কিনে জায়গা ভাড়া নিয়ে সাইনবোর্ড সাটায়। ডিসি এসপিকে অনুরোধ করবো আপনারা এসব সাইনবোর্ড ভেঙে দেবেন। এখানে জমির মালিক সামান্য টাকার জন্য এই কাজে সহযোগিতা করে। এজন্য সবারই সচেতনতা প্রয়োজন।’
এর আগে আড়াইহাজার থানা পরিদর্শন করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে বেলা ১টায় উপদেষ্টা বারটান কার্যালয়ে পৌঁছে এখানকার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে বারটানে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে সেমিনারে যুক্ত হন এবং তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
এসময় অন্যান্যদের ভেতর উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, বারটানের নির্বাহী পরিচালক রেহেনা আকতার, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার প্রমুখ।