পটিয়ায় সাঁতার শেখাতে গিয়ে পুকুরে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

চট্টগ্রাম
নিহত নাছির উদ্দিন ও চৌধুরী আরিয়ান চৌধুরী
এখন জনপদে
0

চট্টগ্রামের পটিয়ায় সাঁতার শেখাতে গিয়ে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ৯ জুন) বেলা ১২টার দিকে পটিয়ার আশিয়া ইউনিয়নের বাথুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের নাম নাছির উদ্দিন চৌধুরী ও ভাতিজা আরিয়ান চৌধুরী।

আরিয়ান চট্টগ্রাম প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। তারা বাবার চাকরির সূত্রে রাউজান উপজেলায় থাকেন। ঈদের বন্ধে বাড়িতে এসেছিলেন। চাচা ও ভাতিজা দুজনেই সাঁতার জানতেন না।

বাড়ির পুকুরে দুপুরে তারা সাঁতার শিখতে নামেন। বারোটার দিকে দুজনেই নিখোঁজ হন। পরে আত্মীয়-স্বজন প্রতিবেশী নেয়া শুরু করে। প্রায় দুই ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করে স্বজনরা। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

ইএ