আরিয়ান চট্টগ্রাম প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। তারা বাবার চাকরির সূত্রে রাউজান উপজেলায় থাকেন। ঈদের বন্ধে বাড়িতে এসেছিলেন। চাচা ও ভাতিজা দুজনেই সাঁতার জানতেন না।
বাড়ির পুকুরে দুপুরে তারা সাঁতার শিখতে নামেন। বারোটার দিকে দুজনেই নিখোঁজ হন। পরে আত্মীয়-স্বজন প্রতিবেশী নেয়া শুরু করে। প্রায় দুই ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করে স্বজনরা। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।