ময়মনসিংহে ভ্যাপসা গরমে এসি বাসের টিকিটের জন্য ছুটছেন যাত্রীরা

টিকিটের জন্য লাইন
এখন জনপদে
0

সকাল থেকে সূর্যের তেজ কিছুটা কম থাকলেও ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পাশাপাশি অনেকে এখনও প্রিয়জনের সঙ্গে দেখা করতে ঢাকা থেকে ময়মনসিংহে আসছেন। তীব্র গরমে স্বস্তির জন্য এসি বাসই যেন একমাত্র ভরসা হয়ে উঠেছে যাত্রীদের কাছে।

আজ (মঙ্গলবার, ১০ জুন) সকালে নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড ঘুরে দেখা যায়, ইউনাইটেড ট্রাভেলসের কাউন্টারে ভিড় উপচে পড়েছে। এসি বাসের টিকিটের জন্য দীর্ঘ লাইন। অনেকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও টিকিট পাচ্ছেন না। যাদের কাছে অগ্রিম টিকিট নেই, তারা শেষমেশ বাধ্য হয়ে নন-এসি বাসেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন।

এক যাত্রী বলেন, ‘যে গরম পড়েছে, এসি বাসই ভালো। ভাড়া বেশি হলেও শরীরটা একটু আরামে থাকে।’

বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, ইউনাইটেড ছাড়াও সৌখিন এক্সপ্রেসসহ আরো কয়েকটি পরিবহন কোম্পানি এই রুটে চলাচল করছে। ইউনাইটেডের প্রায় ১০০টির মধ্যে মাত্র ২০টি এসি সুবিধাসম্পন্ন; যা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। ফলে প্রতিদিনই বাড়ছে টিকিটের সংকট।

তীব্র গরমে সবচেয়ে বেশি কষ্টে পড়ছেন শিশুরা, বৃদ্ধরা এবং অসুস্থ যাত্রীরা। অনেক যাত্রী দাবি করছেন, ঢাকা-ময়মনসিংহ রুটে এসি বাসের সংখ্যা বাড়ানো হলে দুর্ভোগ অনেকটাই কমে যাবে।

এনএইচ